শিশুর দুর্বল দৃষ্টিশক্তির লক্ষণ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১২ জুন ২০২৩, ১৯:৫৪
‘মায়োপিয়া’ বা স্বল্প দৃষ্টিশক্তির সমস্যা দেখা দেয় যখন কর্নিয়ায় আকৃতি বেশি বাঁকা বা চোখের মনি আকারে বড় হয়ে যায়। ফলে চোখে আলোক রশ্মি ভুলভাবে বেঁকে যায়।
দিন দিন মায়োপিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং অনুমান করা হয়, ২০৫০ সালের মধ্যে বিশ্বের ৫০ শতাংশ মানুষ মায়োপিয়া ভোগার সম্বানরা রয়েছে।
দুর্বল দৃষ্টিশক্তির লক্ষণ
ভারতের ‘ফোর্টিস হাসপাতাল মুলুন্দ’য়ের জ্যেষ্ঠ চক্ষু বিশেষজ্ঞ ডা. গিরিজা সুরেশ বলেন, “শিশুর মায়োপিয়ার প্রাথমিক লক্ষণ হল- কাছ থেকে টেলিভিশন দেখা, বই কাছে ধরা, চোখ কুঁচকানো, চোখ চুলকানো বা ঘষা, মাথাব্যথা ইত্যাদি।”
চোখ ঘন ঘন ঘষা ও চোখে পানি আসা বিষয়টাকে অবহেলা করা যাবে না। সাধারণত দৃষ্টি ঘোলাটে হয়ে আসলে শিশু বার বার চোখ ঘষে থাকে, ফলে চোখে পানি আসে।