কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বরিশালে কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ রুপনের

বিডি নিউজ ২৪ বরিশাল সিটি করপোরেশন প্রকাশিত: ১২ জুন ২০২৩, ১২:৩৭

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের কিছু কেন্দ্রে পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন। 


টেবিল ঘড়ি প্রতীকের এই প্রার্থী বলছেন, শেষ পর্যন্ত ভোটার উপস্থিতি ভালো হলে জয়ের ব্যাপারে তিনি ‘শতভাগ আশাবাদী’। 


বিএনপি এবার ভোটে না থাকলেও বিএনপি পরিবারের সন্তান রুপন দলীয় ভোটারদের নিজের পক্ষে পাওয়ার আশা করছেন। সেমবার ভোট শুরুর পর সকাল সাড়ে ৮টার দিকে কালুশাহ সড়কের আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেন তিনি। 


ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও কিছু কেন্দ্রে টেবিল ঘড়ির এজেন্টদের ‘হয়রানি করা হচ্ছে’ বলে অভিযোগ করেন রুপন। 


সাংবাদিকদের তিনি বলেন, “কিছু কিছু কেন্দ্র থেকে অভিযোগে আসছে- আমাদের পোলিং এজেন্টকে এখন পর্যন্ত কার্ড দিচ্ছে না, ঢুকতে দিচ্ছে না। তারা প্রার্থীর সিগনেচার চাচ্ছে, কিন্তু সেখানে আমার যে প্রধান এজন্টে, তার সাক্ষর আছে, তারপরও তারা... এটা নিয়ে সমস্যা হচ্ছে।” 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও