বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে প্রতি এক শ গর্ভবতী নারীর মধ্যে ১০ থেকে ১৫ জন মা ও গর্ভস্থ সন্তান ঝুঁকিতে থাকে। সেখানে সর্বশেষ জনমিতি জরিপে দেখা যাচ্ছে, বাংলাদেশে সন্তান প্রসবের ক্ষেত্রে অস্ত্রোপচার হচ্ছে প্রতি ১০০ জনে ৪৫ জনের। এর মধ্যে ৮৪ ভাগ অস্ত্রোপচার আবার হচ্ছে বেসরকারি হাসপাতালে। অথচ ২০০৪ সালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হতো মাত্র ৪ শতাংশ শিশু।
স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যাবিষয়ক চিকিৎসকদের সংগঠন অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে গত শুক্রবার বাংলাদেশে অস্ত্রোপচারে সন্তান জন্ম দেওয়ার উচ্চ হারের বিষয়টি আলোচিত হয়।
ওজিএসবির সভাপতি অধ্যাপক ফেরদৌসি বেগমের মতে, শিশু জন্মে অস্ত্রোপচার সুনামির মতো ভয়াবহ হয়ে উঠেছে। ওই সম্মেলনে আলোচকেরা দাবি করেছেন, অস্ত্রোপচারের কারণে মাতৃমৃত্যু কমে, এর কোনো প্রমাণ নেই। প্রশ্ন হচ্ছে তাহলে কেন এই অহেতুক অস্ত্রোপচার?