এখন তো ভারতকেও ‘চোকার্স’ বলাই যায়

প্রথম আলো প্রকাশিত: ১২ জুন ২০২৩, ০৭:০৩

পুরস্কার বিতরণীতে রানার্সআপ মেডেলটা নিয়ে হেঁটে যাচ্ছেন বিরাট কোহলি। পাশে টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি। টানা দুবার খুব কাছে গিয়েও ভারত কিংবদন্তি ছুঁয়ে দেখতে পারলেন না টেস্ট চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্বের স্মারকটা (এ ট্রফি অবশ্য আগে পেয়েছেন, তবে সেটি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার সময়)। গতবার নিউজিল্যান্ডের পর এবার তাসমান সাগরপাড়ের আরেক দেশ অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হলো কোহলির।


ভারত আরেকবার থামল কোনো বৈশ্বিক ট্রফি জয়ের কাছে গিয়েও। ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। এরপর গত এক দশকে আইসিসির আর কোনো ট্রফি জিততে পারেনি দলটি।


সব সংস্করণ মিলিয়ে এ সময়ে ভারত খেলেছে চারটি ফাইনাল। ২০১৪ সালে মিরপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত হেরেছিল শ্রীলঙ্কার কাছে। তার আগে শ্রীলঙ্কা হয়ে উঠেছিল ‘রানার্সআপ’ দল, তাদের আক্ষেপ ঘুচেছিল ফাইনালে। আর ওই হার দিয়েই যেন এক সারি আক্ষেপের শুরুটা হয়েছিল ভারতের। এরপর ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের কাছে হেরেছে তারা। টানা দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কথা তো ওপরেই বলা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও