
‘ব্রাজিল দলে শক্তি ও ভারসাম্য আনতে পারবেন আনচেলত্তি’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৩ মে ২০২৫, ১৯:২৬
গুজব-গুঞ্জনের পর্ব শেষ, কার্লো আনচেলত্তি হাল ধরছেন ছন্নছাড়া ব্রাজিল দলের। কিন্তু বিদেশি কোচের হাত ধরে সেলেসাওদের পথচলা কেমন হবে, তা নিয়ে সংশয় আছে অনেকের। তবে রিভালদোর বিশ্বাস, এই ইতালিয়ান কোচ দিকহারা দলের হাল ধরবেন শক্ত হাতে; ফেরাবেন ভারসাম্য, এনে দিতে পারেন ২০২৬ বিশ্বকাপ ট্রফিও।
আগামী বিশ্বকাপের আগে সবকিছু গুছিয়ে নিতে, ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার হাহাকার দূর করার প্রস্তুতি সারতে অবশ্য খুব বেশি সময় পাচ্ছেন না আনচেলত্তি। ২৬ মে কাজ শুরুর পর সময় পাবেন এক বছর। তবে, রিভালদো আশাবাদী। বিশ্বকাপ জয়ী এই গ্রেটের মনে হচ্ছে, পারবেন আনচেলত্তি।
যদিও ‘বিদেশি’ কোচের অধীনে ব্রাজিলকে দেখার বিষয়টি খুব একটা ভালো লাগেনি রিভালদোর। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় রাখঢাক না করে তিনি লিখেছেন, তিনি ‘সবসময়’ দেশি কোচকে দেখতে চেয়েছেন ব্রাজিলের ডাগআউটে।