ফাইনাল হারের পর আইপিএলকে দায়ী করলেন রোহিত-দ্রাবিড়!

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১১ জুন ২০২৩, ২০:৫৬

ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং— টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এই তিন বিভাগেই অস্ট্রেলিয়ার কাছে স্রেফ উড়ে গেছে ভারত। ফলটাও এসেছে তেমনই।


২০৯ রানের দাপুটে জয়ে টেস্ট চ্যাম্পিয়শিপের শিরোপা উঁচিয়ে ধরে অস্ট্রেলিয়া। ফাইনাল খেলার জন্য বেশ তরতাজা হয়েই ইংল্যান্ডে পা রাখে তারা।


অন্যদিকে ভারত ছিল ব্যতিক্রম। আইপিএলের কারণে দলের বেশ কয়েকজন কেবল প্রস্তুতির জন্য সাত দিনের সময় পান। আইপিএল ফাইনাল খেলা মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজাদের জন্য তা যে যথেষ্ট ছিল না, সেটাই প্রমাণ হলো। ফাইনাল হারের পেছনে অনেকটা পরোক্ষভাবে আইপিএলকে দায়ী করলেন ভারতের কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা।


ম্যাচশেষে সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘এ রকম গুরুত্বপূর্ণ একটা ম্যাচের আগে দুটো দলেরই সমান সুবিধা পাওয়া উচিত। আগেরবার যখন ইংল্যান্ডে এসেছিলাম তখন প্রস্তুতি নেওয়ার জন্যে হাতে ২৫-৩০ দিন ছিল। আপনারা ফলাফল দেখতে পেয়েছিলেন। ’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও