You have reached your daily news limit

Please log in to continue


পাসওয়ার্ড-শেয়ারিং বন্ধ, নেটফ্লিক্সের গ্রাহক বাড়ছে হু হু করে

একসময় নেটফ্লিক্স নিজেই বলতো, ‘লাভ ইজ শেয়ারিং এ পাসওয়ার্ড’। অর্থাৎ পাসওয়ার্ড ভাগাভাগিই হলো ভালোবাসা। কিন্তু সময়ের ব্যবধান আর অর্থনৈতিক চাপে পরিবর্তন এসেছে সেই ভালোবাসায়। এখন পকেটের অর্থ যার, ভালোবাসা, মানে পাসওয়ার্ডও তার। এটি কারও সঙ্গে শেয়ার করতে চাইলে তার জন্য গুনতে হবে বাড়তি টাকা।

গত মে মাস থেকে যুক্তরাষ্ট্রে চালু হয়েছে নেটফ্লিক্সের এই নতুন নীতি। অনেকেই আশঙ্কা করেছিলেন, পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ হলে হিতে বিপরীত হতে পারে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটির জন্য। কিন্তু তা হয়নি। যে আশায় নেটফ্লিক্স পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করেছে, তা সফল। এই নীতি চালু হওয়ার পর থেকে হু হু করে গ্রাহক (সাবস্ক্রাইবার) বাড়ছে সংস্থাটির।

গত ২৩ মে গ্রাহকদের কাছে এক ই-মেইলে নেটফ্লিক্স জানায়, তাদের পাসওয়ার্ড শেয়ারিং নীতিমালায় পরিবর্তন আসছে। গ্রাহকদের বলা হয়, আপনার নেটফ্লিক্স অ্যাকাউন্ট আপনার এবং আপনি যাদের সঙ্গে থাকেন- আপনার পরিবারের জন্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন