![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-06%2F996fcdc8-3a93-422c-8b31-eba3ac94be2b%2Fcoxsbazar_six_dead_110623_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&dpr=1.0&q=70&w=640)
কক্সবাজারে পিকআপ চাপায় ৬ ভাইয়ের মৃত্যুতে চালকের আমৃত্যু কারাদণ্ড
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় পিকআপ চাপায় ছয় ভাইয়ের মৃত্যুর ঘটনায় চালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল রোববার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফরিদুল আলম জানান।
দণ্ডপ্রাপ্ত চালকের নাম সাইদুল ইসলাম।
মামলার বরাতে আইনজীবী বলেন, ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৫টায় ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় বাবার শ্রাদ্ধ উপলক্ষে নয় ভাই-বোন শ্মশানে পূজা দিতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় পাঁচ ভাই নিহত হন।
পরে আহত আরেক ভাই রক্তিম শীল ২২ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।