You have reached your daily news limit

Please log in to continue


স্বপ্নেও যা ভাবেননি, বাস্তবেই তা দেখলেন হালান্ড

বরুশিয়া ডর্টমুন্ড থেকে এক বছর আগে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন আর্লিং হালান্ড। ইংলিশ ক্লাবটির হয়ে নিজের প্রথম মৌসুমে ৫৩ ম্যাচ খেলেই করেছেন ৫২ গোল। সিটির ট্রেবল জয়ে রেখেছেন অনবদ্য ভূমিকা।

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ২২ বর্ষী ফুটবলারের উচ্ছ্বাস ছিল দেখার মতো। এর মাঝেই স্মরণ করেছেন নিজের অতীত। ইন্টার মিলানের বিপক্ষে ফাইনালের পর বললেন, ‘এটা অবিশ্বাস্য। স্বপ্নেও আমি কখনো এমনটা ভাববো না।’

‘নরওয়ের একটি ছোট শহরের একজন মানুষের পক্ষে এমন অর্জন সম্ভব তা প্রমাণিত। এটা আমার শহরের ইনডোর হলের অল্পবয়সী মানুষদের আশাবাদী করে। এখানে (ইস্তাম্বুলে) আমার বাবা এবং মায়ের থাকাটা চমৎকার ব্যাপার। আমি ভীষণ খুশি। কয়েকদিন পর যখন এই ট্রফি জয়ের অনুভূতি কিছুটা স্থির হয়ে যাবে, তখন আমি নিশ্চিতভাবে আবার উদযাপন করতে চাই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন