কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বাড়ির নিচে ব্যাগভর্তি কয়েনের সন্ধান; বিনিময়ে নোট ভাঙিয়ে দিতে অস্বীকৃতি ব্যাংকের!

প্রায় নয় মাস আগের কথা। জন রিয়েস নামের এক মার্কিন ব্যক্তি স্ত্রীকে সঙ্গে নিয়ে তার পরলোকগত শ্বশুরের লস এঞ্জেলসের বাড়ি পরিষ্কার করছিলেন। এমন সময়  দম্পতি হঠাৎ খেয়াল করলেন, বাড়িটির নিচে বেজমেন্টে বেশ কয়েকটি ব্যাগভর্তি কপারের অজস্র কয়েন রাখা আছে। খবর বিবিসি'র।

প্রথমদিকে দম্পতি ভাবলেন, প্রচণ্ড ভারী এ কয়েনগুলো ব্যাংকের কাছ থেকে ভাঙিয়ে নেবেন। সেক্ষেত্রে কয়েনগুলোর জন্য মোটাদাগে তারা ১০ হাজার মার্কিন ডলার দাবি করেন।      

তবে নোট ভাঙানোর বিষয়ে ব্যাংকের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি; বরং কয়েনগুলো নিয়ে উল্টো অনেকটা বিড়ম্বনায় পড়েছেন এ দম্পতি।

জন রিয়েস বলেন, "স্থানীয় একটি ব্যাংক জানিয়েছে, তাদের ভল্টে কয়েনগুলো রাখার জন্য এত বিশাল পরিমাণ জায়গা নেই।"

কয়েনগুলোকে নোট আকারে ভাঙাতে ব্যাংকে গেলে অস্বীকৃতি জানিয়ে ওয়েলস ফার্জো ব্যাংকের একটি ব্রাঞ্চের ম্যানেজার বলেন, "কয়েনগুলো এখানে আনবেন না।"

কয়েনগুলো প্রায় শত বছর ধরে তৎকালীন ব্যাংকের সরবারাহ করা ব্যাগে বেজমেন্টে রাখা ছিল। রিয়েস জানান, এগুলোর মধ্যে বেশ কয়েকটি ব্যাংকের এখন আর অস্তিত্ব নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন