যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক নারী নিজের কুকুরকে ভোটার হিসেবে নিবন্ধন করিয়েছেন। দুটি নির্বাচনে তিনি কুকুরের হয়ে ভোটও দিয়েছেন। এমন অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। এতে পাঁচটি গুরুতর ফৌজদারি অপরাধের কথা উল্লেখ করা হয়েছে।
গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টি ডিসট্রিক্টের অ্যাটর্নির মুখপাত্র কিম্বারলি এড্জ এসব তথ্য জানিয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত নারীর নাম লরা লি ইউরেক্স (৬২)। তিনি নিজের কুকুর মায়া জিন ইউরেক্সকে ভোটার হিসেবে নিবন্ধন করিয়েছিলেন। এরপর ২০২১ সালে গভর্নর গ্যাভিন নিউসমের বিরুদ্ধে অনুষ্ঠিত অভিশংসন নির্বাচনে এবং ২০২২ সালের প্রার্থী বাছাই নির্বাচনে (প্রাইমারি) কুকুরের নামে ডাকযোগে ব্যালট পাঠান। এর মধ্যে প্রথম ভোটটি গোনা হলেও দ্বিতীয়টি বাতিল হয়ে যায়।