বর্তমান সময়ে ঘরে খালি পায়ে হাঁটার সময় পায়ের তলায় লেগোর টুকরা পড়ে ব্যথায় কুঁকড়ে ওঠার অভিজ্ঞতা কমবেশি আমাদের অনেকেরই আছে। এবার এ কাজটি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন নিউজিল্যান্ডের গ্যাব্রিয়েল ওয়াল।
লেগো হলো একধরনের খেলনা। এতে ছোট ছোট প্লাস্টিকের টুকরা থাকে। সেগুলো জোড়া লাগিয়ে গাড়ি, ঘরবাড়িসহ বিভিন্ন অবয়ব তৈরি করা যায়।
দুই সন্তানের মা এই নারী যে কাজটি করেছেন, সেটা পায়ের তলায় লেগো পড়ার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। তিনি ছড়িয়ে রাখা লেগোর ওপর দিয়ে খালি পায়ে ১০০ মিটার দৌড়েছেন। এ জন্য তিনি সময় নিয়েছেন মাত্র ২৪ দশমিক ৭৫ সেকেন্ড।