কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাহুমূল কালচে হওয়ার যত কারণ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ জুন ২০২৩, ১৬:৩৯

কালচে বাহুমূলের সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘হাইপারপিগ্মেন্টেইশন’ বলে। এটা অনেক সময় ডায়াবেটিসের লক্ষণ, শেইভিং অথবা ডিওডোরেন্টের কারণে হতে পারে।


ভারতীয় অ্যারোমা থেরাপিস্ট, ‘কস্মেটোলজিস্ট’ এবং ‘ইনাতুর’য়ের প্রতিষ্ঠাটা পূজা নাগ দেব ফেমিনা ডটইন’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “অতিরিক্ত ঘাম সরাসরি বাহুমূলে কালো দাগ সৃষ্টি না করলেও, এটা কালোদাগ সৃষ্টিকারী অন্যান্য অবস্থার পেছনে ভূমিকা রাখে।”


ঘষা লাগা ও জ্বলুনি: বাহুমূলের অংশে ঘষা লাগা, বিশেষত শেইভ করার পরে বা আঁটসাঁট সিন্থেটিকের পোশাক পরা ত্বকে জ্বলুনি সৃষ্টি করে এবং ধীরে ধীরে কালচে বর্ণের সৃষ্টি হয়।


ওজন বৃদ্ধি: স্থূলতা বা অন্যান্য হরমোনের জটিলতার কারণে ‘অ্যাকেন্থসিস নিগ্রিক্যান্স’ হতে পারে। এটা এমন একটা অবস্থা যা শরীরের ভাঁজ এবং দাগগুলোর মধ্যে কালচে রংয়ের সৃষ্টি হয় এবং ত্বক পুরু হয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও