![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/public/uploads/2023/06/08/1686191295.1629023521_new-project-81.jpg)
গরমে টাক মাথার যত্ন নিতে যা করবেন
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ০৮ জুন ২০২৩, ০৮:২৮
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই চুলের ঘনত্ব কমতে থাকে। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এই ঘটনা আরও বেশি করে ঘটে।
এর পেছনে নানা কারণ থাকতে পারে। চুলের পুষ্টির অভাব থেকে শুরু করে হরমোনের বদল পর্যন্ত এজন্য দায়ী হতে পারে। বংশগত কারণ ও যত্নের অভাব বা যেকোনো শারীরিক সমস্যার কারণে চুল উঠে টাক পড়ে যেতে পারে। এতে দুঃখিত না হয়ে বরং টাকের যত্ন নিন। গরমে টাক মাথার অতিরিক্ত যত্ন নেওয়া প্রয়োজন।
চলুন কীভাবে যত্ন নেবে তা জেনে নেওয়া যাক:
টাক পড়েছে বলে ভাববেন না শ্যাম্পু ব্যবহারের প্রয়োজনীয়তা নেই। তেল ও ময়লা জমে টাক অমসৃণ দেখায়। টাকের চামড়া উঠে সাদা, খসখসে দেখাতে পারে। তাই নিয়ম করে টাক পরিষ্কার করুন। সাবান বা তরল সাবান ব্যবহার করলে টাক আরও রুক্ষ দেখায়। তাই নিয়মিত শ্যাম্পু করুন।