নোভা কাখোভকা ড্যাম ধ্বংসে কে লাভবান?
খেরসনের কাখোভকা ড্যাম এমন সময় ধ্বংস হলো, যখন ইউক্রেন রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করতে যাচ্ছিল। আপাতদৃষ্টে বড় ধরনের একাধিক বিস্ফোরণের মাধ্যমে ড্যামটি ধ্বংসের কারণে ১৬ বর্গকিলোমিটারজুড়ে বিস্তৃত এক জলাধারের পানি খেরসনের রুশ অধিকৃত অংশের ব্যাপক এলাকা ডুবিয়ে দিয়েছে। হাজার হাজার মানুষ এর ফলে বাস্তুচ্যুত হয়েছে।
ড্যামটির ধ্বংস নিয়ে তর্ক করতে গিয়ে ইতোমধ্যে মস্কো এবং কিয়েভ একে অন্যকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বেশ ভালো রকম প্রস্তুতি নিয়ে বিবৃতি প্রকাশ করেছেন বলে মনে হচ্ছে। তিনি বলেছেন: ‘আমরা ইতোমধ্যে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছি যে, (এটা ছিল) ইউক্রেনের পক্ষ থেকে ইচ্ছাকৃত নাশকতামূলক হামলা।’ তিনি এও বলেন, কিয়েভের লক্ষ্য ছিল যাতে ক্রিমিয়া পানি থেকে বঞ্চিত হয়।
- ট্যাগ:
- মতামত
- ইউক্রেন
- পাল্টা জবাব
- রুশ বাহিনি