কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভিসা নীতি নিয়ে আ’লীগের রাজনৈতিক কৌশল

সমকাল মোস্তফা হোসেইন প্রকাশিত: ০৭ জুন ২০২৩, ০১:৩১

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষস্থানীয় কয়েকজনের যুক্তরাষ্ট্র সফরে নিষেধাজ্ঞা আরোপের পর বাংলাদেশে বিরোধী দলগুলো রাজনীতিতে মোটামুটি সুবিধাজনক অবস্থান তৈরি করতে পেরেছিল। সরকারের সমালোচনায় মুখর বিরোধী দলগুলো আরও প্রচার করতে থাকে– আরও নিষেধাজ্ঞা আসছে। কেউ কেউ তখন দিনক্ষণও বলে দিয়েছিলেন– গত বছরের ১০ ডিসেম্বরের আগেই সেটা আসছে। মেঠো বক্তৃতায় এমনও বলা হতে থাকে– আগের নিষেধাজ্ঞায় আওয়ামী লীগের হাত ভেঙে দেওয়া হয়েছে; আসন্নটিতে মেরুদণ্ডও ভাঙবে। ক্ষমতাসীন দলের মধ্যেও সেই আশঙ্কা ছিল। যে কারণে তারা তখন সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করে আসছিল।


বাস্তবে মে মাসের চতুর্থ সপ্তাহে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসেছে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি। সেটাকে প্রথম অবস্থায় ক্ষমতাসীন ও বিরোধী দল একই ভাষায় স্বাগত জানালেও এখন উভয়েই সেটাকে পরস্পরের বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। বিএনপি বলছে, আওয়ামী লীগের অপরাজনীতির কারণেই যুক্তরাষ্ট্র এই ভিসা নীতি গ্রহণ করেছে। আওয়ামী লীগ বলছে, বিএনপির ‘আগুন সন্ত্রাস’ প্রতিরোধেই এই ভিসা নীতি। দলটির বক্তব্য, এর আগে বিএনপি যেহেতু ধ্বংসাত্মক তৎপরতার মাধ্যমে দেশের রাজনীতি কলুষিত করেছে, তাই তাদের প্রতিই সতর্কবার্তা এই ভিসা নীতি। অপরদিকে বিএনপির বক্তব্য, বিতর্কিত নির্বাচনের যে রীতি আওয়ামী লীগ তৈরি করেছে, সেটার দাওয়াই হিসেবেই এই ভিসা নীতি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও