![](https://media.priyo.com/img/500x/https://www.dainikamadershomoy.com/files/thumbs/daily-media/2023/06/06/712x407/2.jpg)
পরিবেশদূষণের ভয়াবহতা : প্রয়োজন সচেতনতা
পত্রপত্রিকার নিয়মিত প্রতিবেদন ‘ঢাকার বাতাস অস্বাস্থ্যকর’। গত ৫৮ বছরের মধ্যে এবার ছিল সর্বোচ্চ তাপমাত্রা। ১৯৯৫ সালের পর থেকে বর্তমান পর্যন্ত ঢাকার বনভূমি ক্রমাগত কমছে তো কমছেই। ঢাকাসহ সারাদেশের পানিতে পাওয়া যাচ্ছে আর্সেনিক। পানি ও বায়ুবাহিত রোগে নাকাল নগরবাসী। এক কথায় পরিবেশ দূষণের কারণে ঢাকাসহ দেশের বড় নগরগুলো বসবাসের জন্য প্রায় অযোগ্য। কেন এই বিপর্যয়? কী এর প্রতিকার?
পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন নিয়ে কাজ করার জন্য রয়েছে ‘পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়’-এর আওতাধীন পরিবেশ অধিদপ্তর, বন অধিদপ্তর, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট প্রভৃতি। পরিবেশ উন্নয়নে কাজ করে যাচ্ছে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, সড়ক ও জনপথ অধিপ্তর, পূর্ত অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড ছাড়াও সরকারের নানা সংস্থা। নিরলসভাবে কাজ করে যাচ্ছে আইন বিভাগ, প্রশাসন ও পুলিশ বিভাগ। এর পরও প্রতিনিয়ত পরিবেশ দূষণ বেড়েই চলছে।
- ট্যাগ:
- মতামত
- পরিবেশ দূষণ
- বায়ুদূষণ
- শব্দ দূষণ