![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2023/Jun/1685974315_new-project-35-1.jpg)
গরমে ঘামের দুর্গন্ধ জ্বালায় টিকতে পারছেন না? রোজ ৩ খাবার খেলেই হবে মুশকিল আসান
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০৫ জুন ২০২৩, ২০:১৯
অফিস থেকে বন্ধুর ছেলের জন্মদিনের নিমন্ত্রণে যেতে হবে, অথচ সারা দিনের কাজকর্মের শেষে শরীর থেকে এমন দুর্গন্ধ বেরোচ্ছে যে, বিয়েবাড়ি যাওয়া নিয়েই তৈরি হচ্ছে সঙ্কোচ? এমন বিড়ম্বনায় কোনও মতে সুগন্ধি ঢেলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতে হয়েছে অনেককেই। গরমকালে অনেকেই এমন সমস্যায় পড়েন। ঘামের বিকট গন্ধে নিজেরাই অস্বস্তিতে পড়েন।
আসলে ঘামের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ ও লবণ দেহের বাইরে নির্গত হয়। তা ছাড়া, বাহুমূলের মতো স্থানে ময়লা ও জীবাণু জমেও তৈরি হতে পারে দুর্গন্ধ। গরমের দিনে বেশি পেঁয়াজ রসুন খেলেও ঘামে দুর্গন্ধ হয়। তবে গরমের দিনে খাদ্যতালিকায় এমন কিছু খাবার রাখা যায়, যা ঘামের দুর্গন্ধ দূর করতে পারে। রইল এমন কিছু খাবারের সন্ধান, যা কমিয়ে দিতে পারে ঘামের দুর্গন্ধের সমস্যা।
- ট্যাগ:
- লাইফ
- গরমে
- খাবার
- ঘাম
- ঘামের দুর্গন্ধ