কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হাট কাঁপাতে আসছে সাধু

দেশ রূপান্তর সাটুরিয়া প্রকাশিত: ০৫ জুন ২০২৩, ১৬:৫৫

কোরবানির ঈদকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামের কৃষক সুব্রত সাহা সাড়ে ৩ বছর ধরে লালন পালন করে আসছেন ফিজিশিয়ান জাতের ষাঁড়টিকে। আধর করে যার নাম রেখেছেন সাধু।


মানিকগঞ্জ প্রাণী সম্পদ অফিসের দাবি সাধু বাংলাদেশের সবচেয়ে বেশি ওজনের ষাঁড়। কোরবানি উপলক্ষে বিক্রি করতে সুব্রত সাহা এর দাম হাঁকাচ্ছেন ১২ লাখ টাকা।


সাড়ে তিন বছরে গরুটির পেছনে সুব্রতের খরচ হয়েছে প্রায় ৮ লাখ টাকা। সাধুকে দেখতে দুর দুরান্ত থেকে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন।


সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ অফিস জানিয়েছে, প্রতিবছর সাটুরিয়ার পশুর দেশের বিভিন্ন হাটে ব্যাপক চাহিদা রয়েছে। গত ৬-৭ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা ফেলেছে এখানকার কৃষকদের খামারের গরু। এর ধারাবাহিকতায় চলতি বছরও দেশের সবচেয়ে বড় কোরবানির পশু হচ্ছে সাধু। সাধুর উচ্চতা সাড়ে ৬ ফুট ও লম্বায় ৮ ফুট। ওজন আনুমানিক ২৫ থেকে ২৮ মণ হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও