মৃতের সংখ্যার গরমিলের কারণ জানালেন ওডিশার মুখ্য সচিব

প্রথম আলো ভারত প্রকাশিত: ০৫ জুন ২০২৩, ১৩:৩৬

ভারতের ওডিশা রাজ্যের মুখ্য সচিব প্রদীপ জেনা বলেছেন, বালাসোরে ট্রেন দুর্ঘটনায় মৃত মানুষের সংখ্যা লুকানোর কোনো ইচ্ছা তাঁর সরকারের নেই। উদ্ধার তৎপরতা সম্পূর্ণভাবে জনসমক্ষে চালানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।


ওডিশায় ট্রেন দুর্ঘটনায় মৃত মানুষের সংখ্যা নিয়ে গরমিল করা হচ্ছে বলে সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে জেনা বলেন, ‘ওডিশা স্বচ্ছতায় বিশ্বাসী।’ সবকিছু গণমাধ্যমের ক্যামেরার সামনেই হয়েছে বলে মন্তব্য করেন তিনি।


ওডিশা ট্রেন দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা ২৮৮ বলে এএফপিকে জানায় সেখানকার ফায়ার সার্ভিস। পরে রেল কর্তৃপক্ষও মৃত মানুষের সংখ্যা ২৮৮ বলে জানিয়েছে। রেল কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে এ সংখ্যা উল্লেখ করা হয়েছিল বলে জানান জেনা। তবে বালাসোর জেলা কালেক্টর গতকাল রোববার সকাল ১০টা নাগাদ গণনা করে দেখেছে,  মৃত মানুষের সংখ্যা ২৭৫ ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও