ওড়িশার দুর্ঘটনা: ৫১ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
ভারতের ওড়িশায় ট্রেন দুর্ঘটনার ৫১ ঘণ্টা পর ওই লাইনে রেল চলাচল শুরু হয়েছে। ওই স্টেশনের ডাউন লাইন দিয়ে প্রথমে একটি মালবাহী ট্রেন বেরিয়ে গেছে।
এসময় ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবসহ একাধিক কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন।
শুক্রবার (২ জুন) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ওড়িশার বালেশ্বর জেলার বাহাঙ্গা বাজার এলাকায় তিন ট্রেনের ভয়ংকর দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৮৮ জন মারা গেছেন। আহতের সংখ্যা এক হাজারেরও বেশি।
চারিদিকে হাহাকার, আর্তনাদ, কান্নার মধ্যেই শনিবার দুপুর থেকে লাইন পুনরায় সচলের কাজ শুরু করে ভারতীয় রেল কর্তৃপক্ষ। প্রায় এক হাজার শ্রমিক এতে কাজ করেছেন।