'মরদেহের স্তূপের পাশে অসংখ্য ব্যাগ, ভেতরে টিফিন বক্স-যন্ত্রপাতি'
শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ জেলার বাতাসে ভেসে আসছে কান্নার শব্দ, দেখা মিলছে আর্তনাদের করুণ দৃশ্যের। নিখোঁজ স্বজনের সন্ধানে পাগলপ্রায় অনেকেই। উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনার দুই দিন পরের চিত্র এটি।
এ বিষয়ে দুর্ঘটনাকবলিত ট্রেনের বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়। তারা জানায়, ট্রেনের দুর্ঘটনার নিহতদের বেশিরভাগ ছিলেন নিম্ন আয়ের শ্রমিক। কারণ যে দুটো বগি বেশি ক্ষতিগ্রস্ত হয়, তা ছিল নন এসি বগি এবং তাতে বেশিরভাগই ছিলেন রাজমিস্ত্রি, পরিযায়ী শ্রমিক, টাইলস মিস্ত্রি।