তীব্র গরমে ফুটপাতের শরবতে স্বস্তির চেষ্টা, স্বাস্থ্যঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

ডেইলি স্টার প্রকাশিত: ০৪ জুন ২০২৩, ২০:৫৫

প্রচণ্ড গরমে পুড়ছে দেশ। বৃষ্টির কোনো লক্ষণ নেই। মে মাসের শেষ দিক থেকে শুরু হয়েছে এ গরম। এখনো চলছে।


এ অবস্থায় প্রখর রোদ আর তীব্র গরমে অতিষ্ঠ জনমানুষ স্বস্তি খোঁজার চেষ্টা করছেন ফুটপাতের শরবতে। রাজধানীর প্রায় সবগুলো সড়কেই ভ্রাম্যমাণ শরবতের দোকানের সংখ্যা আগের তুলনায় বেড়েছে। মূলত রিকশাচালক, দিনমজুর ও পথচারীরা ভিড় করছেন সেখানে।


গরমের তৃষ্ণা মেটাতে বিভিন্ন রকম শরবত বিক্রি হচ্ছে ভাসমান দোকানগুলোতে। এর মধ্যে লেবুর শরবতের চাহিদা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। এ ছাড়াও রয়েছে ইসবগুলের ভুসি, অরেঞ্জ পাউডার, শাহীদানা, অ্যালোভেরা ও উলটকম্বলের শরবত।


গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় ফার্মগেট তেজগাঁও কলেজের সামনে দাঁড়িয়ে শরবত খাচ্ছিলেন রিকশাচালক আমিনুল হক (৪০)। দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'আজ সকাল ৯টায় রিকশা নিয়ে বের হয়েছি। তখন থেকে এ পর্যন্ত ১২ গ্লাস শরবত খেয়েছি। এখনই একসঙ্গে ২ গ্লাস খেলাম।'


রাত ৮টা পর্যন্ত রিকশা চালাবেন বলে জানান আমিনুল। বলেন, 'প্রচণ্ড গরমে অনেক ঘামছি, গলা শুকিয়ে যাচ্ছে। গরমের কারণে সব খ্যাপ নিতে পারি না। একেকটা ট্রিপ শেষ করে লম্বা সময় বিশ্রাম করতে হয়।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও