হ্যাকারদের এক বার্তায় কুপোকাত আইফোন
আইফোন ব্যবহারকারীরা সাবধান। আইমেসেজের নিরাপত্তাত্রুটি কাজে লাগিয়ে আইফোন ব্যবহারকারীদের ক্ষতিকর ম্যালওয়্যারের লিংকযুক্ত বার্তা পাঠাচ্ছে একদল হ্যাকার। বার্তাটি এতটাই ভয়ংকর যে এতে থাকা লিংকে ক্লিক না করলেও আইফোন ম্যালওয়্যার প্রবেশ করছে। ফলে দূর থেকেই আইফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি সব তথ্য চুরি করতে পারে হ্যাকাররা। সম্প্রতি এক গবেষণা চালিয়ে আইমেসেজে থাকা এ নিরাপত্তাত্রুটির সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি।
ক্যাসপারস্কির গবেষকদের দাবি, আইমেসেজে থাকা এ ত্রুটি মূলত জিরো ডে ত্রুটি। ফলে হ্যাকারদের পাঠানো বার্তায় থাকা কোডযুক্ত ম্যালওয়্যারটি সহজেই আইফোনে প্রবেশ করে। অর্থাৎ ব্যবহারকারীরা যতই সতর্ক থাকুক না কেন, হ্যাকাররা বার্তা পাঠালেই আইফোন ম্যালওয়্যারে আক্রান্ত হচ্ছে। পুরোনো মডেলের আইফোনকে লক্ষ্য করেই মূলত এ ধরনের সাইবার হামলা চালানো হচ্ছে।