নখ একটু বাড়লেই ভেঙে যায়? ৩ টোটকা মেনে চললেই হবে মুশকিল আসান
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০৩ জুন ২০২৩, ২২:৪৫
লম্বা নখ রাখতে পছন্দ করেন অনেকেই। পোশাকের সঙ্গে মিলিয়ে নানা রঙের নেলপলিশ পরলে লাগেও বেশ। শুধু সৌন্দর্য বৃদ্ধিই নয়, আপনি ভিতর থেকে কতটা সুস্থ, তা বোঝা যায় আপনার নখ দেখে। তবে নখ রাখার ইচ্ছা থাকলেই যে রাখা যায়, এমনটা নয়। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, হাতের নখ সময় মতো বাড়ছে না। দাঁত দিয়ে নখ কাটা বা পুষ্টির অভাব অথবা ভুল পদ্ধতিতে নখ কাটলে নখের বৃদ্ধি কমে যায়।
সামনেই বিয়ে, তাই নখ বাড়ানোর শখ হয়েছে। কী ভাবে চটজলদি নখ বাড়বে, তার জন্য রইল কিছু ঘরোয়া টোটকা।
- ট্যাগ:
- লাইফ
- টিপস
- নখ
- নখের যত্ন
- ঘরোয়া টোটকা