You have reached your daily news limit

Please log in to continue


কালুরঘাটে মরণফাঁদ, নতুন সেতু হবে কবে নাগাদ

কর্ণফুলী নদীর ওপর নির্মিত কালুরঘাট সেতু মরণফাঁদ হয়ে ওঠেছে! নতুন সেতু কবে হবে সেই অপেক্ষায় অনেক মানুষ দুনিয়া ছেড়েও চলে গেছে। দিনের পর দিন বোয়ালখালীবাসীর অভিশাপ যেন বাড়ছেই। সেই অভিশাপেই কি না জানি না, সেতুতে ট্রেনের চাপায় কত লোক কাটা পড়ে মরছে।

বোয়ালখালীবাসীর দুঃখ কালুরঘাট সেতু, এই কষ্ট লাগব হবে কবে নাগাদ? উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে বাংলাদেশের রাস্তাঘাট। দক্ষিণ চট্টগ্রামের ঐতিহাসিক প্রবেশদ্বারে একটি নতুন সেতু হচ্ছে না।

দরকার নতুন সেতুর বাজেট। কিন্তু দেওয়া হয় সেতু মেরামতের বাজেট, যা নতুন সেতুর বাস্তবায়নকে পিছিয়ে দেয়। একমুখী এই কালুরঘাট সেতুতে যানজট লেগে থাকে অবিরাম। দীর্ঘ যানজটে রোগী যন্ত্রণায় কাতরায়, কত মুমূর্ষু ও ডেলিভারি রোগীর প্রাণ যায়। এ যেন এক মরার ওপর খাঁড়ার ঘা, বোয়ালখালী আজও অজপাড়াগাঁ। যদি কখনো সেতুতে যানবাহন বিকল হয়, অপসারণ না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। জনগণের ভোগান্তির মাত্রা তীব্র হয়। একটি নতুন সেতু হলেই সবকিছুর সমাধান হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন