কোনও বিষয়েই একমত হন না স্ত্রীর সঙ্গে? মানসিকতার এমন তফাত দূর করুন এই কৌশলে

eisamay.com প্রকাশিত: ০২ জুন ২০২৩, ১০:১০

তোমাকে বুঝি না প্রিয়, বোঝো না তুমি আমায়, দূরত্ব বাড়ে, যোগাযোগ নিভে যায়- কবির এই বাণী কিন্তু সংসার জীবনের সারসত্য। এক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া ঠিক থাকলে সহজেই সব বিপদ কাটিয়ে ফেলা সম্ভব হয়। আর উল্টো দিকে এই উপকরণের অভাবে দাম্পত্যের চারাগাছ অচিরেই শুকিয়ে কাঠ হয়ে যায়।


বিশেষজ্ঞদের কথায়, দুটি মানুষের মধ্যে মতের তফাত থাকবেই। এটাই স্বাভাবিক। এমনকী স্বামী-স্ত্রীর মধ্যেও মতের বিরোধ থাকা দরকার। এর মাধ্যমেই সুস্থ সাবলীল সম্পর্ক গড়ে ওঠে। তবে এই ফাঁকে সব বিষয়েই মতানৈক্য হলে কিন্তু মুশকিল। তিনি হাওড়া আর আপনি হাবড়ার কথা বললে সম্পর্কের সুর, তাল, লয় কেটে যায়। তাই সাবধান হওয়া দরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও