গাজীপুর সিটির ভোট নিয়ে আত্মতুষ্টির কিছু ঘটেনি
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হলো। বিতর্কের ঊর্ধ্বে ছিল ভোট গ্রহণসহ অন্যান্য দিক। কৃতিত্বের দাবি করতে পারে অনেকের সঙ্গে নির্বাচন কমিশনও। সরকারি দলের প্রার্থী ও গুরুত্বপূর্ণ নেতা আজমত উল্লাকে হারিয়ে সিটি মেয়র নির্বাচিত হয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন।
বিজয়ী প্রার্থীর রাজনৈতিক অতীত কিছুই নেই। তিনি কার্যত তাঁর ছেলের পক্ষে নির্বাচন লড়েছেন। ভোটাররা আস্থা রেখেছেন তাঁর ওপরই। সুতরাং, তাঁকে অভিনন্দন জানাই। রাজধানীর অতি সন্নিকটে একটি জনবহুল শিল্প এলাকাকে কেন্দ্র করে গঠিত সিটি করপোরেশনটি নতুন মেয়রের নেতৃত্বে সুষ্ঠুভাবে পরিচালিত হবে, এ প্রত্যাশা করছি।
তবে এটাও বিবেচনায় রাখতে হবে, নির্বাচনটি বর্জন করেছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি। তা ছাড়া স্থানীয় সরকার নির্বাচন বিবেচনায় ভোটার উপস্থিতি ছিল বেশ কম। ৫০ শতাংশের কাছাকাছি।