কলমে বসবে কর, বাড়বে দাম
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০১ জুন ২০২৩, ১৬:০৯
নতুন অর্থবছরে শিক্ষা উপকরণ কলমের ওপরে কর আরোপের প্রস্তাব করা হয়েছে। ফলে পণ্যটির দাম বাড়তে পারে।
বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব দেন।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বল পয়েন্ট পেনের (কলম) উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ মূসক ( মূল্য সংযোজন কর) আরোপের প্রস্তাব করেন।
এদিকে বাজারে পণ্যদ্রব্যের দাম ব্যাপক হারে বাড়লেও দীর্ঘদিন ধরে কলমের দাম স্থিতিশীল ছিল।