সৈয়দ জামিল আহমেদের নির্দেশনায় ‘আমি বীরাঙ্গনা বলছি’
নীলিমা ইব্রাহিমের লেখা বই ‘আমি বীরাঙ্গনা বলছি’ অবলম্বনে মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল ‘স্পর্ধা’। বইয়ের নামে নাম রাখা নাটকটির নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। ১৬ জুন রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। একই মঞ্চে টানা ১৫ দিনে ২১টি প্রদর্শনী করবে নাট্যদলটি।
১৭ জুন বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টা, ১৮ থেকে ২২ জুন সন্ধ্যা ৭টা, ২৩ ও ২৪ জুন বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টা, ২৫ থেকে ২৭ জুন সন্ধ্যা ৭টায় নিয়মিত প্রদর্শনী হবে ‘আমি বীরাঙ্গনা বলছি’ নাটকের। এ ছাড়া ২৮ জুন সন্ধ্যা সাড়ে ৭টায়, ২৯ জুন বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় এবং ৩০ জুন বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় থাকছে ঈদের বিশেষ প্রদর্শনী।
- ট্যাগ:
- বিনোদন
- নাটক মঞ্চায়ন