হামলার পর মামলা এবং বিএনপির গণতান্ত্রিক অধিকার

সমকাল এহসান মাহমুদ প্রকাশিত: ০১ জুন ২০২৩, ০১:০১

ক্ষমতার বাইরে থাকা বিএনপির মাঠের রাজনীতিতে দলটির কেন্দ্রীয় নেত্রী নিপুণ রায় চৌধুরী পরিচিত মুখ। লাল পাড়ে সাদা শাড়ি, কপালে লাল টিপ, কখনও কখনও রোদচশমা চোখে তাঁকে মিছিলের সামনের সারিতে দেখা যায় সংবাদমাধ্যম বা সামাজিক মাধ্যমের কল্যাণে। তবে গত ২৬ মে দেখা গেছে ভিন্ন দৃশ্য। নেতাকর্মী পরিবেষ্টিত নিপুণ মাথায় একটি সাদা কাপড় চেপে ধরে চিৎকার করছেন। তাঁর কপাল গড়িয়ে রক্তধারা নেমে আসছে। গত শুক্রবার বুড়িগঙ্গার ওপারে কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় বিএনপির ঢাকা জেলার পূর্বনির্ধারিত সমাবেশ ছিল। অভিযোগ উঠেছে, সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ হামলা করেছিল। তখনই তাঁর মাথায় ইটের আঘাত লাগে।


সমকাল প্রকাশিত সংবাদে জানা গেছে, ওই সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীর মধ্যে সংঘর্ষের ঘটনায় পরে নিপুণ রায় চৌধুরীসহ বিএনপির ৫ শতাধিক নেতাকর্মীর নামে মামলা হয়েছে। শনিবার কেরানীগঞ্জ মডেল থানায় দায়েরকৃত মামলার এজাহারে আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও নেতাকর্মীর ওপর হামলার অভিযোগও আনা হয়েছে। পরে অবশ্য তিনি মাথায় ব্যান্ডেজ নিয়ে হাইকোর্টে গিয়ে ওই মামলায় তিন মাসের জন্য জামিন পেয়েছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও