
আসছে বাজেট, যাচ্ছে বাজেট
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বৈদেশিক আয় ও দেশীয় আয়ে ঘাটতি, দেশি-বিদেশি বিনিয়োগে মন্দা ভাব এবং ভূ-রাজনৈতিক ভারসাম্য রক্ষায় টানাপোড়েন নিয়েই আজ জাতীয় সংসদে বাজেট উপস্থাপিত হচ্ছে। অন্যদিকে নির্বাচনী বছর; বাজেটে জনপ্রত্যাশাও পূরণ করার চেষ্টা থাকবে।
কারণ যাই হোক, এটা সত্য– দেশ অর্থনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে। ঋণের শর্ত পূরণে আইএমএফের চাপ তো রয়েছেই। যোগ হয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ, আর্থিক খাতের সংস্কার, বাড়তি ৬৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা, বিদ্যুতে ৩৫ হাজার কোটি টাকা ভর্তুকি, ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে দেড় লক্ষাধিক কোটি টাকা ঋণ এবং বিরাট অঙ্কের সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন। এসব চ্যালেঞ্জ নিয়েই ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী।