কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এবার নির্বাচন কমিশনের পার পাওয়া কঠিন হবে

প্রথম আলো এম সাখাওয়াত হোসেন প্রকাশিত: ৩১ মে ২০২৩, ১৮:০৭

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন হয়ে গেছে। ফলাফল অনেককে চমকে দিয়েছে। গাজীপুরের সাবেক মেয়রের মা কার্যত ছেলের প্রতিনিধি হিসেবে নির্বাচন করে জিতে গেছেন। এই ফলাফল নিয়ে নানা বিশ্লেষণ হচ্ছে, যদিও এই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে নিজেদের মধ্যেই।


তবে বাকি যে চারটি নির্বাচন হতে যাচ্ছে, সেগুলো সম্ভবত নিষ্প্রভ হবে। কারণ, এই নির্বাচনগুলো প্রায় প্রতিযোগিতাশূন্য বা যে দল শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, তারা এসব নির্বাচন বর্জন করেছে। কাজেই প্রায় সব নির্বাচনে নিজেদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, হবে; বিশেষ করে মেয়র নির্বাচনের ক্ষেত্রে। যদি কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হয়, তা হচ্ছে ওয়ার্ড কাউন্সিলরের পদগুলোয়।


এসব নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা ও পরিবেশ নিয়ে তেমন উদ্বিগ্ন হওয়া বা সংকট তৈরির তেমন আশঙ্কা না থাকলেও নির্বাচন আয়োজকদের জন্য তা বড় ধরনের পরীক্ষা। বিশেষ করে নির্বাচন কমিশন এবং মাঠপর্যায়ে নিয়োজিত সরকারি আমলা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য। নির্বাচন কমিশনের বড় পরীক্ষা তাদের ব্যবস্থাপনা, এর মধ্যে অভিযোগের নিষ্পত্তি ও ভোটারদের নিরাপত্তা, ভোটের নিশ্চয়তা প্রদানে আশ্বস্ত করার বিষয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও