
‘ফাইটার’ হয়ে আসছেন পারিশা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ৩১ মে ২০২৩, ১৮:৪৪
মডেলিং দিয়ে শোবিজে পা রাখেন মডেল-অভিনেত্রী পারিশা জান্নাত। ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। অভিনয় ক্যারিয়ার দীর্ঘ না হলেও অল্প সময়েই ছোট পর্দায় অভিনয় দক্ষতা দিয়ে নিজের অবস্থান তৈরি করেছেন পারিশা।
এবার সিনেমায় নাম লেখান তিনি, অভিনয়ও করেন ‘ফাইটার’ নামে সিনেমায়। সিনেমা র্নিমাণ করবেন প্রযোজক ও নির্মাতা মোহাম্মদ ইকবাল। ‘ফাইটার’ সিনেমায় যুক্ত বিষয়টি নিশ্চিত করে পারিশা জান্নাত বলেন, ‘‘ইকবাল ভাইয়ের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়।