কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্নায়ুর জটিল অসুখ মাল্টিপল সেক্লরোসিস

দেশ রূপান্তর প্রকাশিত: ৩১ মে ২০২৩, ১৬:৫৭

মাল্টিপল সেক্লরোসিসকে বলা হয় অটোইমিউন ডিজিজ। শরীর দুর্বল লাগা, দৃষ্টিশক্তি ঝাপসা, পেশিতে অসহ্য ব্যথা, মাথা যন্ত্রণা-মাইগ্রেন, খাদ্যনালি-মূত্রনালিতে সংক্রমণ, সেই সঙ্গে অসাড় হয়ে যায় হাত-পা। কোনো কিছু চিন্তা করতে পারছেন না। শরীরে রোগ বাসা বাঁধার সঙ্গে সঙ্গে মানসিক সমস্যাও দেখা দেয়। অবসাদ, বিষণœতা, একাকিত্বে ভোগেন রোগী। ডাক্তারি ভাষায় বলে মাল্টিপল স্ক্লেরোসিস।


কেন হয় : ২০ থেকে ৫০ বছরের মধ্যেই এই স্নায়ুর রোগে আক্রান্ত হতে দেখা যায়। পরিবেশ, জিন ও বংশগত কারণে এই রোগ হতে পারে।


লক্ষণ : মাল্টিপল স্ক্লেরোসিস রোগে পেশির ওপরে চাপ পড়ে। দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়। দৃষ্টি ঝাপসা হয়ে আসতে পারে। পেশির দুর্বলতা এ রোগের প্রধান লক্ষণ। পেশিতে ব্যথা হয়। হাত-পা নাড়ানো যায় না। পেশিতে টান, খিঁচুনি সবই দেখা দেয়। একটা সময় অসাড় হতে থাকে হাত-পা। কোনো স্পর্শের অনুভূতি থাকে না। শরীরের ভারসাম্য থাকে না। হাঁটাচলা করা, খাবার খাওয়া, খাবার গেলা, কথা বলায় সমস্যা হয় অনেকের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও