অ্যাপল মিউজিকের ‘ক্লাসিকাল’ অ্যাপ এলো অ্যান্ড্রয়েডে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩১ মে ২০২৩, ১৬:৩৩
এবার অ্যান্ড্রয়েড সংস্করণে চালু হলো ‘অ্যাপল মিউজিক ক্লাসিকাল’ নামের অ্যাপটি। আর এটিই প্রথমবারের মতো কোম্পানির নিবেদিত এই ‘অর্কেস্ট্রাল’ অ্যাপ অ্যাপলের বাইরের কোনো প্ল্যাটফর্মে উন্মোচনের ঘটনা।
‘আইওএস’ সংস্করণে অ্যাপটির আত্মপ্রকাশ ঘটেছে মার্চে।
মূলধারার অ্যাপল মিউজিক অ্যাপ থেকে ক্লাসিকাল ঘরানার এই মিউজিক অ্যাপ একেবারেই আলাদা। এদের মধ্যে বেশ কিছু মিল থাকলেও সহজে সার্চ করার জন্য স্বতন্ত্র নেভিগেশন, ফন্ট ও মেটাডেটা সামলানোর মতো বিভিন্ন সুবিধা রয়েছে ক্লাসিকাল অ্যাপটিতে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস আগে