You have reached your daily news limit

Please log in to continue


মা হত্যাকাণ্ডের বছর পেরিয়েছে, অগ্রগতি না দেখে হতাশ ছেলে

পিরোজপুর শহরের সিআইপাড়ার বাসিন্দা প্রয়াত অধ্যক্ষ আবদুল হালিম হাওলাদারের স্ত্রী সিতারা হালিম (৭৫) হত্যাকাণ্ডের এক বছর পার হয়ে গেছে। তবে এ হত্যা মামলায় এখনো আদালতে অভিযোগপত্র জমা দিতে পারেনি পুলিশ। এতে মামলার বিচারকাজও শুরু হয়নি। এ অবস্থায় বিচার প্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহত সিতারার ছেলে জ্যেষ্ঠ সাংবাদিক ও লেখক আমীর খসরু।

গত বছরের ১৬ মে সকালে শহরের সিআইপাড়ার বাড়ির দোতলার একটি কক্ষ থেকে সিতারা হালিমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পিরোজপুর সদর থানায় সিতারার ছেলে আমীর খসরু হত্যা মামলা করেন। আমীর খসরু ভয়েস অব আমেরিকার বাংলাদেশের সাবেক সংবাদদাতা। এ মামলায় গত বছরের ১৯ অক্টোবর সিআইপাড়ার বাসিন্দা মো. শুক্কুর আলী (৩৮) নামের এক রাজমিস্ত্রিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে শুক্কুর আলী পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদিক আহমেদের কাছে স্বীকারেক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশ জানিয়েছে, গত বছরের ১৫ মে রাতে চুরি করার উদ্দেশে শুক্কুর আলী এক সহযোগীকে নিয়ে ওই বাড়িতে ঢুকেন। এরপর শুক্কুর আলী সিতারা হালিমকে শ্বাস রোধে হত্যা করে ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার চুরি করেন। শুক্কুর আলী বর্তমানে কারাগারে। তবে এ হত্যাকাণ্ডে জড়িত শুক্কুর আলীর সহযোগীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন