‘জন-বাজেট সংসদ ২০২৩’ শুরু

বণিক বার্তা সিরডাপ মিলনায়তন প্রকাশিত: ৩১ মে ২০২৩, ১২:২৪

‘জন-বাজেট সংসদ ২০২৩’ শুরু হয়েছে। বণিক বার্তা ও গণতান্ত্রিক বাজেট আন্দোলনের যৌথ উদ্যোগে আজ বুধবার (৩১ মে) সকালে রাজধানীর সেন্টার ফর ইন্টিগ্রেটেড রুরাল ডেভলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক (সিরডাপ) মিলনায়তনে প্রথম অধিবেশন শুরু হয়।


দুটি অধিবেশনে অনুষ্ঠিত হচ্ছে সংসদ বাজেট। ‘বৈশ্বিক সামাজিক নিরাপত্তা’ শীর্ষক প্রথম অধিবেশন ও ‘সবুজ অর্থনীতির রূপান্তর’ শীর্ষক দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে।


আজ সকাল সাড়ে ৯টায় শুরু হয় প্রথম অধিবেশন। পল্লী কর্ম উন্নয়ন সহায়তা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খালেকুজ্জামানের সভাপতিত্বে ও কেয়ার বাংলাদেশের এক্সট্রিম রুরাল পোভার্টি প্রোগ্রামের পরিচালক আমানুর রহমানের সঞ্চালনায় এ অধিবেশনের প্রধান অতিথি দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, সম্মানীয় অতিথি হিসেবে আছেন মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মেহের আফরোজ চুমকি। স্বাগত বক্তব্য দেন বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও