গাজীপুরের আয়না ও আওয়ামী লীগের ভাবনা
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনী আয়নায় আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা ও জনমতের যে প্রতিফলন দেখা গেল, তা নিয়ে দলটির মধ্যে কোনো ভাবনার উদয় হয়েছে কি না, জানি না। তবে দলটির যে নতুন করে অনেক কিছু না হলেও কিছু বিষয় অন্তত ভাবা উচিত, তা নিয়ে সন্দেহ নেই। দলটি যদি মনে করে ‘সবকিছু ঠিক আছে, কোথাও কোনো সমস্যা নেই’, তাহলে শেষ হাসি হয়তো অন্য কেউ হাসবে।
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত আজমত উল্লা খান পরাজিত হবেন, এটা বোধ হয় দলের কারও ভাবনায় ছিল না। কিন্তু আওয়ামী লীগকে বধ করার জন্য আওয়ামী লীগেই যে ‘জাহাঙ্গীর আলমেরা’ বেড়ে উঠছেন, সেটা তো একেবারে অজানা নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের আগের দিন এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘কেন্দ্রীয় নেতারা যে ফ্রাংকেনস্টাইন তৈরি করেছেন, তাঁরাই এখন আওয়ামী লীগকে খাচ্ছেন।’
- ট্যাগ:
- মতামত
- গাজীপুর সিটি নির্বাচন
- আওয়ামী লীগ