কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিরতির পর মঞ্চে ফিরছে বটতলার নাটক ‘ক্রাচের কর্নেল’

www.ajkerpatrika.com প্রকাশিত: ৩১ মে ২০২৩, ১০:১১

মঞ্চনাটকের দল বটতলার আলোচিত নাটক ‘ক্রাচের কর্নেল’। ২০২০ সালের জানুয়ারিতে সর্বশেষ মঞ্চস্থ হয়েছিল নাটকটি। করোনা মহামারির কারণে অন্য সব নাটকের মতো এটির প্রদর্শনীও বন্ধ হয়ে গিয়েছিল। সবকিছু স্বাভাবিক হওয়ার পরেও ঢাকার মঞ্চে ফিরে আসতে পারেনি ক্রাচের কর্নেল। এ সময়ে বটতলা মঞ্চে এনেছে তিনটি নতুন নাটক ‘মার্ক্স ইন সোহো’, ‘রাইজ অ্যান্ড শাইন’ ও ‘সখী রঙ্গমালা’। নিজেদের গুছিয়ে প্রায় সাড়ে তিন বছর পর ‘ক্রাচের কর্নেল’ মঞ্চে নিয়ে আসছে বটতলা।


আগামীকাল ১ ও ২ জুন বেইলি রোডের মহিলা সমিতিতে ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রতিদিন ৭টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে নাটকের ৫২ ও ৫৩তম প্রদর্শনী। এটি বটতলার নবম প্রযোজনা।


শাহাদুজ্জামানের উপন্যাস অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমরান খান মুন্না, কাজী রোকসানা রুমা, সামিনা লুৎফা নিত্রা, তৌফিক হাসান ভুঁইয়া, ইভান রিয়াজসহ আরও অনেকেই। আবহ সংগীত করেছেন পিন্টু ঘোষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও