কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সুইডেন উপকূলে ‘গোয়েন্দা তিমি’

প্রথম আলো সুইডেন প্রকাশিত: ৩১ মে ২০২৩, ০৭:৩৫

সুইডেনের উপকূলে বেল্ট পরানো সেই বেলুগা তিমির দেখা মিলেছে। গুঞ্জন রয়েছে, এই তিমিকে গোয়েন্দা প্রশিক্ষণ দিয়েছে রাশিয়ার নৌবাহিনী। এর আগে ২০১৯ সালে তিমিটিকে নরওয়ের উপকূলে দেখা গিয়েছিল।


নতুন করে তিমিটিকে সুইডেনের উপকূলে দেখা যাওয়ার বিষয়টি গত সোমবার জানিয়েছে এর গতিবিধি নজরে রাখা একটি সংগঠন। তারা বলেছে, গত রোববার তিমিটিকে সুইডেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হুনেবোস্ট্র্যান্ড উপকূলে দেখা গেছে।


বেলুগা তিমিটিকে প্রথম শনাক্ত করা হয় নরওয়ের সুদূর উত্তরাঞ্চলীয় ফিনমার্ক উপকূলে। তিমিটি নরওয়ের উপকূলরেখার ওপরের অর্ধাংশ থেকে ধীরে ধীরে নিচের দিকে নামতে তিন বছরের বেশি সময় নেয়। সুইডেন উপকূলে যাওয়ার আগে সাম্প্রতিক মাসগুলোতে হঠাৎ দ্রুততার সঙ্গে উপকূলের নিচের অংশ পার হয়।


ওয়ানহোয়েল সংস্থার সামুদ্রিক জীববিজ্ঞানী সেবাস্তিয়ান স্ট্র্যান্ড বলেছেন, ‘আমরা জানি না, কেন তিমিটি এখন এত দ্রুতগতিতে সরছে, বিশেষ করে যেহেতু এটি তার প্রাকৃতিক পরিবেশ থেকে “খুব দ্রুত” সরে যাচ্ছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও