
কার্টুনিস্ট শিখা আর নেই
প্রথম আলো
প্রকাশিত: ৩০ মে ২০২৩, ২০:৩৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষার্থী শিখা কার্টুন আঁকতে শুরু করেন ছাত্রাবস্থায়। মাসিক রম্য পত্রিকা উন্মাদ, প্রথম আলোর ক্রোড়পত্র গোল্লাছুট ও রস+আলো এবং মাসিক কিশোর ম্যাগাজিন কিশোর আলোতে কার্টুন এঁকেছেন দীর্ঘদিন।
- ট্যাগ:
- লাইফ