
চুলের জন্য সেরা রং নির্বাচনের পন্থা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৮ মে ২০২৫, ২১:০১
চুলে রং করার চিন্তা অনেকেই করেন। তবে নিজের ত্বক বা চোখের সঙ্গে মানানসই রং বাছাই করা যেন একটা ধাঁধার মতো।
তবে ‘কালার থিওরি’ বা রং তত্ত্ব অনুসরণ করলে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হতে পারে।
মেইকআপ, পোশাক বা ইন্টেরিয়র ডিজাইনের মতো চুলের রং নির্বাচনেও এই তত্ত্ব দারুণভাবে কাজ করে।