You have reached your daily news limit

Please log in to continue


নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার কৌশল

মানুষ পরিবর্তন পছন্দ করে না, অথচ জীবন নিজেই এক পরিবর্তনের গল্প। নতুন কর্মস্থল, নতুন শহর, নতুন টিম কিংবা নতুন এক সমাজব্যবস্থা; জীবনের প্রতিটি বাঁকে আমরা অজানা পরিবেশের মুখোমুখি হই। আর এই অজানাকে গ্রহণ করাই হচ্ছে ‘মানিয়ে নেওয়া’।

অনেকেই ভাবে, নতুন জায়গায় যাওয়া মানেই শুধুই সংকোচ আর অস্বস্তি। কিন্তু প্রকৃতপক্ষে, এই অস্বস্তিই আমাদের মানসিকভাবে পরিণত করে তোলে। প্রশ্ন হচ্ছে এই বদলের সঙ্গে আমরা কীভাবে তাল মেলাব? চলুন জেনে নিই এমন কিছু কার্যকর কৌশল, যা আপনাকে সহজে ও আত্মবিশ্বাসের সঙ্গে যেকোনো নতুন পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করবে।

>> মানসিক প্রস্তুতি নিন
নতুন জায়গায় গেলেই যদি মনে হয় ‘আমি একা’, কিংবা ‘এখানে কেউ আমাকে চেনে না’-তাহলে জেনে রাখুন, এটা শুধু আপনার নয়, সবার ক্ষেত্রেই ঘটে। এই অস্বস্তিটুকুই প্রমাণ করে আপনি নতুনের সামনে দাঁড়িয়ে আছেন। পরিবর্তন মানেই অজানা। অজানাকে আপন করতে হলে আগে মানসিক প্রস্তুতি জরুরি। নিজের মনকে বোঝান অসুবিধা হলেও আমি ধীরে ধীরে মানিয়ে নেব।

>> পর্যবেক্ষণ করুন, দ্রুত প্রতিক্রিয়া নয়
নতুন পরিবেশে ঢুকে অনেকে নিজের জায়গা তৈরি করতে গিয়ে খুব তাড়াহুড়া করে ফেলেন। ফলাফল? ভুল বোঝাবুঝি। সঠিক উপায় হলো শুরুতে শুধু লক্ষ্য করুন। পরিবেশ, মানুষ, কাজের ধরণ, আচরণ সবকিছু পর্যবেক্ষণ করুন। এই পর্যবেক্ষণই ভবিষ্যতের সঠিক সিদ্ধান্তের ভিত্তি গড়ে দেবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন