জন্মের পর মৃত ঘোষণা, আড়াই ঘণ্টা পর নড়েচড়ে উঠলো শিশু

জাগো নিউজ ২৪ চান্দিনা প্রকাশিত: ৩০ মে ২০২৩, ০৮:৩০

কুমিল্লার চন্দিনায় একটি হাসপাতালে সদ্যজাত এক শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। দাফনের প্রস্তুতিও নেয় পরিবার। তবে এ ঘটনার আড়াই ঘণ্টা পর নড়েচড়ে ওঠে শিশুটি। পরে অবশ্য শিশুটি মারা গেছে। এ ঘটনায় চিকিৎসকের অবহেলাকে দায়ী করেছে পরিবার।


সোমবার (২৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের পল্লী বিদ্যুৎ রোড এলাকার ‘চান্দিনা সেন্ট্রাল হাসপাতালে’ সুমাইয়া (১৯) নামের এক গৃহবধূ শিশুটিকে জন্ম দেন। তিনি বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী।


খোঁজ নিয়ে জানা যায়, প্রসব বেদনা শুরু হলে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সুমাইয়াকে চান্দিনা সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সাড়ে ৮টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। এরপর শিশুটিকে মৃত ঘোষণা করে স্বজনদের কাছে হস্তান্তর করেন চিকিৎসকরা। পরে তারা শিশুটিকে আবিদপুরে নিয়ে আসেন দাফনের উদ্দেশ্যে। বেলা ১১টার দিকে হঠাৎ শিশুটি নড়েচড়ে ওঠে। একপর্যায়ে চিৎকার করে মলত্যাগ করে। এ অবস্থায় তাকে দ্রুত ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও