You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশের জিডিপির হিসাবে অর্থনীতির প্রকৃত চিত্র পাওয়া যায় না

উন্নয়ন অর্থনীতিতে আমি গ্রস ডমেস্টিক প্রডাক্ট ওরফে জিডিপি একটি বহুল উচ্চারিত ও উৎকলিত শব্দসমষ্টি, নন্দিত এবং এমনকি বিনম্র শ্রদ্ধার পাত্র। আগে ভক্তি-শ্রদ্ধা নিবেদনে ‘বিনম্র’তার উপস্থিতি ছিল না মনে করেই ইদানীং বিনম্র শব্দ জুড়ে দেয়ার চল চালু হয়েছে। ব্যাপারটাকে আমার কাছে অতি ভক্তি চোরের লক্ষণ বলে মনে হয়। মুরব্বিকে সালাম কালাম দেয়ার মধ্যে আন্তরিকতা যখন থেকে কমা শুরু করল তখন এক ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে তা বাড়ানোর পথ রচনার সূত্রপাত।

ইতিহাসে কোনো ঘটনার আকিকার আগেই তাকে ‘রচনা’ কিংবা ‘নির্মাণে’র দিকে ঝোঁক যেমন বাড়ছে আমি বেচারা জিডিপি, আমাকে উন্নয়নের নিরীহ মাপকাঠি বানানোর নাম করে আমাকে রাজনৈতিক অর্থনীতিতে মোটাতাজাকরণের প্রয়াস শুরু হওয়ায় প্রবৃদ্ধি ও উন্নতিকে ‘উন্নয়ন’-এর পদাবলি সাব্যস্তকরণের দিকে ঝুঁকছে সবাই। আমার নাম-পরিচয় ভালো করে জানে না, বোঝে না, এমন আতিপাতিরা প্রতিবেশী দুই-তিন সংসারের আকার-অবয়বের অর্থাৎ জিডিপির যোগফলের চেয়ে তাদেরটা নাকি বেশি বলে নিজেদের সম্মান এবং স্থায়িত্বের দাবি করতে কসুর করেন না। আমি জীবদ্দশায় কারো আত্মতুষ্টির এ ধরনের প্রশংসার পাত্র বা উপলক্ষ হব, ভাবতেই পারিনি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন