উত্তপ্ত মণিপুরে অন্তত ৩০ বিচ্ছিন্নতাবাদী নিহত

প্রথম আলো মণিপুর প্রকাশিত: ২৮ মে ২০২৩, ২১:৪৮

ভারতের মণিপুর রাজ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৩০ কুকি বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। আজ রোববার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।


এ নিয়ে গত এক মাসের কম সময়ের মধ্যে মণিপুরে সহিংসতায় প্রাণহানি শতাধিক ছাড়িয়ে গেল। সরকার এর আগে ৭৫ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল। সেই সংখ্যা এখন বেড়ে দাঁড়াল ১০৫ জনে।


সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ার জন্য মণিপুর হাইকোর্টের সুপারিশকে কেন্দ্র করে ৩ মে থেকে সহিংসতা চলছে মণিপুরে। নষ্ট হয়েছে কোটি টাকার সম্পত্তি। ঘরবাড়ি ছেড়ে ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন কয়েক হাজার মানুষ। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও।


সরকারি সূত্রে জানা গেছে, আজ অন্তত আট ঘণ্টা ধরে মণিপুরের বেশ কয়েকটি জায়গায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষ হয়। এ সময়ে কাকচিং জেলার সুগোনু, চুড়া চাঁদপুর জেলার কানকভি, পশ্চিম ইমফলের কাংচাপ, পূর্ব ইমফলের সাগলমাংসহ বেশ কয়েকটি জায়গা থেকে গোলাগুলির শব্দ শোনা যায়। পশ্চিম ইমফলে হামলার মুখে পড়েছেন বিজেপিদলীয় বিধায়ক কে রঘুমনি সিং।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও