কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সম্পদ কর আদায় বাড়াতে হবে

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ২৮ মে ২০২৩, ০৮:৩৫

‘অকুপাই ওয়াল স্ট্রিট’ শিরোনামের যে আন্দোলনে ২০১১ সালের সেপ্টেম্বরে নিউইয়র্ক শহর কেঁপে উঠেছিল, তার উদ্ভব হয়েছিল বৈষম্য থেকে। ওই আন্দোলনের মূল স্লোগান ছিল ‘৯৯ ভাগে আমরাই’।


তাঁদের বক্তব্য ছিল, ধনীদের করছাড় দিয়ে বৈষম্য বাড়ানো হচ্ছে আর সেই বোঝা চাপছে গরিব এবং মধ্যবিত্তের ঘাড়ে। অথচ সবাই জানে, ১ শতাংশ অতিধনীর সঙ্গে, বাকি ৯৯ শতাংশ লোকের আয় এবং সম্পত্তির ব্যবধান কমিয়ে ভারসাম্য প্রতিষ্ঠা করা না গেলে অর্থনৈতিক, সামাজিক ও গণতান্ত্রিক কাঠামোটিই ভেঙে পড়বে। তাতে যে সরকারই ক্ষমতায় আসুক, তা শুধু সেই ১ শতাংশের জন্যই ‘সুদিন’ আনবে।


খেয়াল করা দরকার, বৈষম্যবিরোধী আন্দোলনটি হচ্ছিল এমন এক দেশে, যেখানে সম্পদের সুষম বণ্টনের বিষয়ে জোর নজরদারি আছে, যেখানে আইন মেনে আইন বাস্তবায়িত হয়। সেখানে নিজ অধিকার নিয়ে নাগরিকেরা সচেতন। তাই আর্থিক বৈষম্য তাদের কাছে গুরুতর বিষয়।


অন্যদিকে আমাদের দেশে বৈষম্যের বিরুদ্ধে দলমতের ঊর্ধ্বে উঠে সম্মিলিত জনতার আন্দোলন কোনোকালে হয়নি। এটি যে একটি আন্দোলনের বিষয় হতে পারে, সে ধারণাও এ দেশের সামগ্রিক জনমানস এত দিনে আত্মস্থ করে উঠতে পারেনি। ফলে যা হওয়ার কথা, তা-ই হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও