৫ কারণ: ক্যাফিনজাতীয় পানীয় নিয়মিত খাওয়া এড়িয়ে চলুন

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৭ মে ২০২৩, ১৪:১৯

কফির গন্ধে দিন শুরু করার অভ্যাস বহু দিনের। তার পর কাজের ফাঁকে দু-এক ঘণ্টা অন্তর কফি খেতে খেতে কেমন যেন নেশার পর্যায়ে পৌঁছে গিয়েছে। একটানা কাজ করতে করতে একঘেয়েমি কাটাতে কফির বিকল্প নেই। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই অতিরিক্ত কফি বা ক্যাফিনজাতীয় পানীয় খেলে ডিহাইড্রেশন দেখা দিতে পারে। যার ফলে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। এই ক্যাফিনজাতীয় পানীয় খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত জল না খেলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে পড়ে। এ ছাড়াও কফি অনেক সময়েই উদ্দীপক হিসাবে কাজ করে। ‘কর্টিজ়ল’-এর মতো হরমোনের ক্ষরণ বেড়ে গেলে ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে যায়। ফলে মুখে ব্রণর সমস্যা বেড়ে যেতে পারে।


কফি খেলে ত্বকের আর কী কী ক্ষতি হতে পারে?


১) কফিতে থাকা অ্যাসিডের প্রভাবে হরমোনের ভারসাম্য নষ্ট হয়। যা ত্বকের সেবাম উৎপাদনেও হেরফের ঘটায়।


২) দুধ এবং চিনি দেওয়া ফিল্টার কফি খেতে অনেকেই পছন্দ করেন। বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাসের ফলে কিন্তু ত্বক ব্রণতে ভরে যেতে পারে।


৩) তৈলাক্ত ত্বকেও নাক এবং মুখের নির্দিষ্ট কিছু অংশ শুষ্ক হয়ে যেতে পারে।


৪) ক্যাফিনজাতীয় পানীয় খেলে ত্বকে প্রদাহও দেখা দিতে পারে।


৫) অতিরিক্ত কফি খেলে ঘুমের যে স্বাভাবিক চক্র, তাতেও প্রভাব পড়ে। ঘুম কম হলে ত্বকও জেল্লাহীন হয়ে পড়বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও