You have reached your daily news limit

Please log in to continue


পরিবারে মূল্যবোধ চর্চা ও আর্থিক পরিকল্পনা

পরিবারকে বলা হয়, বৃহৎ সমাজের সংক্ষিপ্ত পরিসর। ইসলামের দৃষ্টিতে পরিবার একটি আলোকিত দর্পণ। যেখানে ফুটে ওঠে ইসলামের সুমহান শিক্ষা ও আদর্শ। ফলে বিরাজ করে শান্তি ও ভালোবাসা। যে পরিবারে ইসলামের শিক্ষা নেই, সেখানে শান্তি ও ভালোবাসা নেই। তাই পরিবার গঠনে ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে, পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে ন্যায় ও শান্তিপূর্ণভাবে বসবাস করা। কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, ‘আর তোমরা তাদের সঙ্গে সুন্দরভাবে বসবাস করো।’ সুরা আন নিসা : ১৯

বর্ণিত আয়াতের শিক্ষা হলো স্ত্রী-সন্তানদের সঙ্গে উত্তম কথা বলা। কথায়, কাজে, চলাফেরায় সৌন্দর্য রক্ষা করা। যেমন ব্যবহার আপনি তাদের কাছ থেকে প্রত্যাশা করেন, তেমন ব্যবহার করা। হাদিসে হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘তোমাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি, যে তার পরিবারের কাছে উত্তম। আমি আমার পরিবারের কাছে উত্তম।’ জামে তিরমিজি : ৩৮৯৫

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন